এপ্রিল ১১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রযুক্তি ও বিজ্ঞান প্রশাসন ফটো ফিচার

ডিসেম্বরের মধ্যে সমগ্র বাংলাদেশ বিদ্যুতায়ন হবে

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমরা অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি। আমরা হাতে লণ্ঠন দিচ্ছি, বাড়ি আলোকিত করছি। মানুষের সাহস আলোকিত করছি, জীবন আলোকিত করছি। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে দেশে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আমরা সাফল্যে থাকব। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত সৌরবাতি বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে আমরা সমগ্র বাংলাদেশে বিদ্যুতায়ন করতে যাচ্ছি। এই বাংলাদেশ হবে সফলকাম আধুনিক বিশ্বের পরিবেশ বান্ধব একটি বাংলাদেশ।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আজকে আলোর বার্তা সবার হাতে চলে আসছে। শেখ হাসিনা সমগ্র গ্রামকে আলোকিত করছেন। আপনাদের একমাত্র বার্তা হবে, আগামীতে যে করেই হোক নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করা। এর কোনো বিকল্প নেই। আমরা যদি মাথা উঁচু করে বিশ্বের কাছে এক নম্বর দেশ হতে চাই, তাহলে নৌকা মার্কার কোনো বিকল্প নাই। জামায়াত-বিএনপি জোট প্রত্যেকটা ঘরে ঘরে ষড়যন্ত্র করতে যাচ্ছে। আমাদেরকে মোকাবেলা করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। এ ছাড়াও এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক ফজলুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, কৃষি বিভাগের উপপরিচালক আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিন নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী-কওমী-নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা সহ ১৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৩২৩ জন শিক্ষার্থীর মাঝে একটি করে সৌরবাতি বিতরণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official