বিশ্বে এই মুহূর্তে অন্যতম সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া ফুটবলারদের উদ্ধার অভিযানের বিষয়টি। এ নিয়ে বিশ্ব গণমাধ্যমেরও আগ্রহের কমতি নেই। থাইল্যান্ডের পাশাপাশি ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাংবাদিকরাও গুহা এলাকায় জড়ো হয়েছেন। এবার তাদের বিরুদ্ধেই উঠেছে চরম অপেশাদারিত্ব ও নৈতিকতা লঙ্ঘনের অভিযোগ।
ব্যাংকক পোস্ট জানিয়েছে, কার আগে কে খবর সংগ্রহ করতে ও ছবি তুলবে কয়েকটি টিভি চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন পোর্টালের সাংবাদিকদের মধ্যে এ প্রতিযোগিতা লেগে গেছে।
রবিবার সাংবাদিকদের দুটি আচরণ জনসম্মুখে তাদের দায়িত্বশীলতাকে প্রশ্নের মুখে ঠেছে দিয়েছে। তা হল ড্রোনের ব্যবহার যা উদ্ধার অভিযানে অংশ নেয়া হেলিকপ্টার চলাচলে বাধা তৈরি এবং উদ্ধার অভিযানে অংশ নেয়া অফিসারদের কাজের মধ্যে সরাসরি সম্প্রচার যা তাদের কাজে বাধা তৈরি করেছে!
গত ২৩ জুন থাম লুয়াং নামের ওই গুহায় ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ আটকা পড়েন। এর মধ্যে ৮ ফুটবলারকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার তৃতীয় ও চূড়ান্ত ধাপের অভিযান শুরু হয়েছে।