এপ্রিল ২৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা

দক্ষিণাঞ্চলে করোনা প্রকোপ কমেছে

দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমন আগের দিনের তুলনায় কিছুটা হ্রাস পেলেও মৃত্যুর সংখ্যায় গত ২৪ ঘন্টায় রেকর্ড সৃষ্টি হয়েছে। একদিনে এ যাবতকালের সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায়। এরমধ্যে বরিশাল মহানগরীতে দুজন সহ জেলায় ৩জন এবং বরগুনায় ২জন ও ঝালকাঠীতে আরো একজনের মৃত্যু হয়েছে।

এসময়ে দক্ষিণাঞ্চলে মোট আক্রান্ত ছিল আগের দিনের ১২১-এর স্থলে ৮২ জন। ঝালকাঠীতে সংক্রমনের সংখ্যা আগের দিনের ৬ থেকে প্রায় তিনগুন ১৭’তে বৃদ্ধি পেয়েছে। এ জেলায় নিজ বাসগৃহে এক আইনজীবী করোনা সংক্রমনে মারা গেছেন। তবে জেলাটিতে আগের দিনের দুজনের স্থলে শুক্রবার ২২ জন সহ মোট ১২২ জনের সুস্থতার খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ভোলাতে গত ২৪ ঘন্টায় নতুন কোন সংক্রমন না থাকলেও সুস্থতার সংখ্যাও হ্রাস পেয়েছে। বরিশাল,পটুয়াখালী,পিরোজপুর ও বরগুনাতে সংক্রমন কমলেও তা আশাব্যঞ্জক নয়। উপরন্তু নিকট অতীত অভিজ্ঞতার আলোকে সংক্রমন হ্রাসের এ সংখ্যাটা কতটুক ুটেকসই হবে তা নিয়েও সন্দিহান ওয়াকিবাহল মহল। তবে দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় আরো ১১৮ জন সহ মোট ২ হাজার ১৩৩ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ্য হয়ে উঠেছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপতর জানিয়েছে। আগেরদিন অবশ্য সুস্থতার সংখ্যাটা ছিল ১৯৬।

শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে বরগুনার তালতলীর একজন এবং বরিশাল মহানগরীর আলেকান্দা ও কলেজÑরো এলাকার দুজন ছাড়াও মুলাদী উপজেলার একজন রয়েছে। এনিয়ে হাসপাতাটির করোনা ওয়ার্ডেই ৫৩ জনের মৃত্যু হল। তবে বরিশালে আক্রান্তের সংখ্যা আগের দিনের ৫২-এর অর্ধেক ২৬’এ হ্রাস পেলেও মৃতের তালিকায় আরো ৩জন সহ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়াল ৩৬। মোট আক্রান্ত দু হাজার অতিক্রম করে আরো ৩৯ যোগ হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় নুতন ৪৩ জন সহ জেলায় মোট সুস্থ হয়েছে ৮৮৩ জন।

পটুয়াখালীতেও আক্রান্তের সংখ্যা আগের দিনের ২৯ থেকে ২২-এ হৃাস পেয়েছে। ১২ জুলাই-এর পরে এজেলায় নতুন কোন মৃত্যু না হলেও ইতোমধ্যে জেলাটিতে ২৫ জনের মৃত্যু ও ৭৭৪ জন আক্রান্ত হবার খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আক্রান্তের সংখ্যার সাথে গতকাল সুস্থ রোগীর সংখ্যাও হ্রাস পেয়েছে পটুয়াখালীতে। আগের দিনের ৫৩ থেকে গতকাল পটুয়াখালীতে সুস্থ রোগীর সংখ্যা ২৭-এ হ্রাস পেয়েছে গতকাল। এ নিয়ে জেলাটিতে মোট ৩১৫ জন সুস্থ হয়ে উঠেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

পিরোজপুরে করোনা সংক্রমনের সংখ্যা আগের দিনের ১৭ থেকে ১০-এ হ্রাস পেয়েছে। শুক্রবার জেলাটিতে নতুন কোন মৃত্যু ছিলনা। তবে সুস্থ হয়েছেন আগের দিনের ১৭-এর স্থলে মাত্র দুজন। ফলে জেলাটিতে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২২৩,আর মোট আক্রান্ত ৪৪৩ জন। জেলাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।

বরগুনাতে আক্রান্তের সংখ্যা শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ছিল ৭জন। আগের দিন যা ছিল ৯। তবে গত দুদিনে জেলাটিতে মৃত্যু হয়েছে দুজন করে ৪ জনের। এরমধ্যে বৃহস্পতিবার প্রায় ৮৫ বছর বয়সী এক বৃদ্ধর মৃত্যু হয়েছে জেলার আমতলীর নিজ বাসগহে। জেলাটিতে এপর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। সরকারীভাবে আক্রান্তের সংখ্যা ৪৪৩ বলে জানান হয়েছে।

শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় ৭ জন করে মোট ১৪ জনকে ভর্তি করা হয়েছে। তবে এসময়ে করোনা ওয়ার্ড থেকে ১২ জনকে ও আইসোলেশন ওয়ার্ড থেকে ৭ জনকে ছাড়পত্র দেয়ার পরেও বর্তমানে দুটি ওয়ার্ডে মোট ১৩৪ জন চিকিৎসাধীন। এ দুটি ওয়ার্ডে এপর্যন্ত ভর্তিকৃত ৯৬০ জনের মধ্যে ৬৮৭ জনকে ছাড়পত্র দেয়া হলেও মৃত্যু হয়েছে ১৩৯ জনের।

সম্পর্কিত পোস্ট

করোনা: বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে

banglarmukh official

বিশ্বে একদিনে করোনা শনাক্ত প্রায় ৫ লাখ, মৃত্যু ১১৫২

banglarmukh official

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৯৯, হার ১৩.৬০ শতাংশ

banglarmukh official

করোনায় আরও ৪৫৪ মৃত্যু, শনাক্ত আড়াই লাখের নিচে

banglarmukh official

বিশ্বে করোনায় একদিনে ১১৮৯ মৃত্যু, শনাক্ত ৪ লাখ ৩২ হাজার

banglarmukh official

বিশ্বে করোনায় আরও ১১৭০ মৃত্যু, শনাক্ত সোয়া চার লাখ

banglarmukh official