গত জুন মাসের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণাঞ্চলে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়তে শুরু করে। এর ফলে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে রেকর্ড সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার এই হাসপাতালে চলতি বছরের সর্বোচ্চ ৭০ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করেন। আর বিভাগে চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট ১৫২ জন।
তবে চলতি বছরে ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয় গত বৃহস্পতিবার। ওই সময় সর্বোচ্চ ৭০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এবং পটুয়াখালী মেডিকেল কলেজসহ বিভাগের অন্যান্য সরকারি হাসপাতালগুলোতে।
সেই তুলনায় পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা একেবারেই কমে গেছে। এসময় বিভাগের ছয় জেলায় ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছে মাত্র ৬ জন রোগী। এর মধ্যে পিরোজপুরে ৪ জন এবং বরগুনায় ২ জন। এ নিয়ে বিভাগের সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ১৫২ জন।
এ প্রসঙ্গে শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস.এম. মনিরুজ্জামান বলেন, এবারে ডেঙ্গু রোগীর সংখ্যা অধিকহারে বেড়ে চলছে। যা বিগত দিনের তুলনায় অনেক বেশি। ভর্তিকৃত রোগীদের সঠিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সুস্থ করে তোলা হচ্ছে।