অনলাইন ডেস্ক :
পটুয়াখালীর গলাচিপায় ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার উপজেলার উত্তর চরবিশ্বাস হাদিউল উম্মা মহিলা মাদ্রাসার শিক্ষক মোহম্মদ ফরাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২৬ জুন সকালে গলাচিপা উপজেলার ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ মোহম্মদ ফরাজী ফজরের নামাজের পর সাতজন শিশুকে নিয়ে শ্রেণিকক্ষে পড়াতে বসেন। কিছুক্ষণ পরে মোহম্মদ ফরাজী এক শিশুকে অন্য কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনার পর শিশুটি কান্নাকাটি করে দৌঁড়ে শ্রেণিকক্ষে আসে। তবে এসময় কাউকে কিছু না বেলা ১২টার দিকে বাড়ি গিয়ে মায়ের কাছে সব কথা খুলে বলে। এরপর এলাকার প্রভাবশালীদের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘শিশুটিকে নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে শনিবার থানায় নিয়ে আনা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।