25 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা নারী ও শিশু বরিশাল

পটুয়াখালীতে সাপের ছোবলে তিন বছরের নাফির মৃত্যু!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে সাপের কামড়ে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুল্লাহ আন নাফি (৩)। সে মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা বাজারের পশ্চিমে উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের আবদুল আলীমের ছেলে। এই ছোট্ট শিশুটির মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় ইউপি সদস্য মো. ওয়ালিদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘরের ভেতর বিষধর সাপ কামড় দেয় আব্দুল্লাহকে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যু হয়।

স্বজনরা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নিজেদের ঘরের খাট থেকে মাটিতে নামার সময় সেখানে থাকা গর্তে পা পড়লে একটি বিষধর সাপ আবদুল্লাহর ডান পায়ের গোড়ালিতে কামড়ে দেয়। এ সময় সে চিৎকার দেয়। তখন তার মা দেখতে পেয়ে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠিয়ে দেন। সেখানে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official