প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘর-বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু গিন্নিদের দায়িত্ব নয়, পুরুষদেরও এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমরা ময়লা ব্যবস্থাপনা করছি। পাকের ঘরের জানালা দিয়ে যেন ময়লা না ছোঁড়া হয়।
রবিবার রাজধানীর আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিজেরাই করতে হবে। নিজের কাজ নিজে করার মধ্যে লজ্জার কিছু নেই।