সাধারণত ওপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা, জ্বর, বমি হলেই আমরা ধরে নিই এটা গলব্লাডার স্টোন বা পিত্তে পাথরের লক্ষণ। পুরুষদের থেকে নারীরাই বেশি এই রোগে আক্রান্ত হয়। কারণ দীর্ঘ সময় না খেয়ে থাকার প্রবণতা নারীদের মধ্যেই বেশি।
তবে সবসময় যে স্টোন হলেই এরকম ব্যথা হবে তা নয়। কিন্তু সম্ভাবনা থেকেই যায়। দেখে নিন পিত্তথলিতে পাথর হলে তার লক্ষণগুলো কি কি? অর্থাৎ আগেই কীভাবে বুঝবেন।
ওপরের পেটের ডান দিকে তীব্র ব্যথা ডান কাঁধে ছড়ায় এবং রোগীর বমি হয়।
অনেক সময় কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এ লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তৈলাক্ত খাবার, চর্বি জাতীয় খাবার বা মাংস খেলে এ রকম ব্যথা হতে পারে। তবে গ্যাসের ওষুধ খেলে এটি ভাল হয়ে যায়।
মধ্য পেটে ব্যথা হয়। মধ্য পেটে ব্যথা হয়ে একেবারে পেছন দিকে চলে যায়।
জ্বরের সঙ্গে বমি হতে পারে। রোগী এক্ষেত্রে টক্সিক হয়ে যেতে পারে।
জ্বরের সঙ্গে জন্ডিস হতে পারে। এ ক্ষেত্রে যা হয় তা হলো পাথর হয়তো পিত্তনালিতে চলে গেছে। সে জন্য জ্বর হয়ে কোলেনজাইটিস নিয়ে আসতে পারে।
এগুলোর মধ্যে কোনো একটি লক্ষণ থাকলেই দ্রুত চিকিৎসকের কাছে যান। একেবারেই অবহেলা করবেন না বা ফেলে রাখবেন না। অল্প সমস্যাতে গ্যাসের ওষুধ খাওয়া কোনো স্থায়ী সমাধান নয়।