নিউজ ডেস্কঃ গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় পুকুর থেকে হাত-পা ও কোমরে ইট বাঁধা এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টায় উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর মালিকানাধীন পুকুর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, পুকুরে মরদেহ ভেসে থাকার খবরে সোমবার বেলা ১২টায় ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মরদেহের দুটি হাত-পা বাঁধা, কোমরে তিনটি ইট বাঁধা অবস্থায় ছিল।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে মরদেহ পুকুরে এনে ফেলে রেখেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে।