25 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু

পেট জোড়া লাগানো শিশুদের নাম রাখা হলো রাজা-বাদশা

অনলাইন ডেস্ক :

পেট জোড়া লাগানো জমজ শিশুদের নাম রাখা হয়েছে ‘রাজা-বাদশা’। তবে তাদের উন্নত চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন হতদরিদ্র বাবা-মা।

গতকাল রোববার রাতে পাবনা শহরের একটি বেসরকারি হাসপাতালে পেট জোড়া লাগানো ওই জমজ শিশু দুটির জন্ম হয়।

সোনিয়া খাতুন নামের এক প্রসূতির সিজার অপারেশনের মাধ্যমে ফুটফুটে ওই জমজ শিশুর জন্ম হয়। দুটিই ছেলে শিশু। স্বজনরা তাদের নাম রেখেছেন রাজা-বাদশা।

রাজা-বাদশার পেট জোড়া লাগানো হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই মা ও জমজ শিশু দুটিকে পাবনা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়

স্বজনরা জানান, সুজানগর উপজেলার কাদোয়া গ্রামের ফিরোজ শেখের স্ত্রী সোনিয়া খাতুনের প্রসব বেদনা উঠলে তাকে রোববার রাত সাড়ে ৮টার দিকে পাবনা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে রাতে ওই প্রসূতির সিজার অপারেশনের মাধ্যমে জমজ শিশুর জন্ম হয়।

এদিকে জমজ শিশু দুটির বাবা-মা অত্যন্ত দরিদ্র হওয়ায় অস্বাভাবিক সন্তানের চিকিৎসা নিয়ে হতাশার মধ্যে পড়েছেন । শিশু দুটিকে দেখার জন্য হাসপাতালে ভিড় করছে উৎসুক জনতা।

পাবনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নীতিশ কুমার কুন্ডু জানান, তিনি শিশু দুটিকে দেখেছেন। এখন পর্যন্ত শিশু দুটি ভালো অবস্থায় আছে। স্বজনদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official