বলিউডের আলোচিত সেলিব্রিটি কিড আরিয়ান খান। শাহরুখ খান ও গৌরীর ছেলেকে প্রতিনিয়তই অনলাইন-অফলাইনে খোঁজা হয়। পাপারাজ্জিরা পিছু লেগেই থাকেন। তাই তার কোনো খবরই পাঠকের নজর থেকে বাদ যায় না।
সম্প্রতি ‘দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি সংস্করণে শাহরুখের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরিয়ান। পর্দায়ও তাদের সম্পর্ক বাবা-ছেলের।
এ দিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য দিলো মুম্বাই মিরর। সংবাদমাধ্যমটি জানায়, বর্তমানে লন্ডনের এক ব্লগারের সঙ্গে প্রেম করছেন আরিয়ান। তারা বেশ কয়েক মাস ধরে ডেট করছেন।
সংবাদমাধ্যমটি আরও জানান, ছেলের প্রেমের বিষয়ে অবগত আছেন গৌরী। বিষয়টি তিনি মেনেও নিয়েছেন। এমনকি ছেলের প্রেমিকাকে ‘মিষ্টি মেয়ে’ও বলেছেন তিনি।
আরিয়ান বর্তমানে মা-বাবার সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে আছে ছোট বোন সুহানা খান ও ভাই আব্রাম খান।
কয়েক দিন আগে ছেলের সঙ্গে ডাবিং-এর অভিজ্ঞতা সম্পর্কে শাহরুখ বলেন, “আমার কাছে আরিয়ানের সঙ্গে ডাবিং খুবই ব্যক্তিগত ঘটনা। আমি তার সঙ্গে পেশাগত সময় কাটিয়েছি। আমি পেশাদার অভিনেতা এবং তা-ই করেছি। কিন্তু আমি কখনো পরিবারকে এর সঙ্গে যুক্ত করি না।”
আরিয়ান বর্তমানে চলচ্চিত্র নিয়ে পড়ছেন ভারতের বাইরে। এরপরই বলিউডে যোগ দিতে পারেন।