29 C
Dhaka
এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক

ফের গম রপ্তানি শুরু করেছে ভারত

গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। এবার সেই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত।

দেশটির খাদ্যসচিব সুধাংশু পাণ্ডের বরাতে এ খবর প্রকাশ করে আনন্দবাজার।

খাদ্যসচিব বলেন, বাংলাদেশ, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং আফগানিস্তানের মতো দেশে গম পাঠানো হয়েছে।

দেশটির খাদ্যমন্ত্রণালয় সূত্রের খবর, ১৩ মে’র পর থেকে এখনও পর্যন্ত ১৮ লাখ টন গম রপ্তানি করেছে ভারত।

ভারতের কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, গম রফতানির বাণিজ্যের অংশীদার হতে আমরা আগ্রহী নই। তবে কোনো দেশের খাদ্যের চাহিদা মেটানোর জন্য ভারত গম সরবরাহ করতে প্রস্তুত।

এর আগে গত ১৩ মে হুট করে গম রপ্তানি নিষিদ্ধ করে ভারত। তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞায় কার্যকর হওয়া বৈশ্বিক গম সরবরাহ ব্যবস্থার সংকট আরও তীব্র হয়। যার প্রভাব পরে ইউরোপেও।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী কৃষি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। কারণ বিশ্বের অন্যতম গম উৎপাদনকারী দেশ ইউক্রেন।

আর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদনকারী দেশ। তবে বৈশ্বিক রপ্তানিতে তাদের অংশ মাত্র এক শতাংশের মতো। পরিমাণ ও মূল্য উভয় দিক থেকে ভারতীয় গমের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ।

২০২০-২১ অর্থবছরে ভারতের মোট গম রপ্তানির ৫৪ শতাংশই এসেছে বাংলাদেশে। ওই বছর ভারতীয় গমের শীর্ষ ১০ ক্রেতা ছিল বাংলাদেশ, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ইয়েমেন, আফগানিস্তান, কাতার, ইন্দোনেশিয়া, ওমান ও মালয়েশিয়া।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official