ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার
গাজীপুরের কোনাবাড়িতে প্রাইভেটকারের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক শিশুন। শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলমুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজু (৩২), শাহীন (৩০) ও শামীম (৩০)। এ ঘটনায় রাইসা নামের এক শিশু আহত হয়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান জানান, বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি ফ্লাইওভার পশ্চিম পাশ দিয়ে একটি প্রাইভেটকার টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এসময় উল্টোপথে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন ফ্লাইওভারের ওপর থেকে নিচের পড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের যাত্রীরাও আহত হয়। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ জানান, আহত রাইসাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।