এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজণীতি

বরগুনায় ছাত্রলীগের কমিটিতে দুজনের নামে ৪ সহসভাপতি পদ

বরগুনা প্রতিনিধিঃ সম্প্রতি বরগুনা জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে রেজাউল কবির রেজাকে সভাপতি ও তৌশিকুর রহমান ইমরানকে সাধারণ সম্পাদক করে ৩৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। তবে ঘোষিত কমিটির তালিকাতে দেখা গেছে, সহসভাপতি পদে দুই ব্যক্তির নাম লেখা হয়েছে দুইবার করে। বিষয়টি নিয়ে এরই মধ্যে তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চলতি মাসের ২৪ তারিখে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ওই সাক্ষর করা এক প্রেসবিজ্ঞপ্তিতে বরগুনা জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে পদ দেওয়া হয়েছে ২০ জনকে। এর মধ্যে ৮ নম্বর সহসভাপতি পদে রয়েছেন আওলাদ হসেন রাজু। ১১ নম্বর ক্রমিকেও একই পদে আবারও আওলাদ হোসেন রাজুর নাম দেখা গেছে। একইভাবে ৯ নম্বর সহসভাপতি পদে রয়েছেন রাইয়ানুল ইসলামের নাম। ১৮ নম্বর ক্রমিকে একই ব্যক্তি রায়হানুল ইসলাম শাওনের নাম রয়েছে সহসভাপতি পদেই। দুজন ছাত্রলীগ নেতার চারটি সহসভাপতি পদ পাওয়া নিয়ে এরই মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জেলা ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি রেজাউল কবীর রেজা দুজন নেতার চারটি পদ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এটা মিসটেক হয়েছে। কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে, সংশোধন করে নেওয়া হবে।’

এ ব্যাপরে জেলা যুবলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুনাইদ জুয়েল বলেন, ‘কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীলরা যদি এটিকে ভুল বলে চালিয়ে দিতে চান তবে আমি বলব, এটি তাঁদের নেতৃত্বের দুর্বলতা ও বিচক্ষণতার অভাব। দায়িত্বশীল পদে থেকে দায়িত্বহীনতার পরিচয় দেওয়াকে আমরা ভুল বলে মেনে নিতে পারি না। তাদের অবশ্যই আরও দায়িত্বশীল হওয়া উচিত।’

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তা রিসিভ করেননি। খুদেবার্তা পাঠালেও তার উত্তর মেলেনি।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official