ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা বরিশাল

বরিশালগামী সাকুরা বাসের চাপায় মায়ের মৃত্যু, আহত ২ বছরের শিশু

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুর জেলার রাজৈরের বরিশাল-ঢাকা মহাসড়কে সাকুরা পরিবহনের একটি বাসের চাপায় নুরজাহান বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় তার শিশু কন্যা ফাতেমা আক্তার (২) গুরুতর আহত হয়।

শনিবার (৩০ জুলাই) দুপুরে রাজৈর বড় ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নুরজাহান মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মজিবর হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নুরজাহান দুপুরের দিকে তার শিশু কন্যাকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নূরজাহান বেগম। আহত হয় তার শিশু কন্যা ফাতেমা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাতেমাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

রাজৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরেই ঘাতক বাসটি পালিয়ে যায়। আমরা বাসটি আটকের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

রাতে দেশের প্রধান দুই শহরে অগ্নিকাণ্ড

banglarmukh official