28 C
Dhaka
অক্টোবর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী

বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন।

এছাড়া বরিশাল জেনারেল হাসপাতালে ৯ জন, পিরোজপুর জেলায় ৯ জন, বরগুনায় ১০ জন এবং ভোলায় ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে ঝালকাঠি সদর হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।

সব মিলিয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) পর্যন্ত বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৫৪ জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এসব হাসপাতালে মোট ৭৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন
৬২৭ জন। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। মানুষ সচেতন না হলে ডেঙ্গুর প্রকোপ কমানো যাবে না।

এই কর্মকর্তা বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। সংকট থাকা সত্যেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু কর্নার চালু আছে। ডেঙ্গু ওয়ার্ড প্রস্তুতের কাজ চলছে।

সম্পর্কিত পোস্ট

মুলাদীতে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জামায়াতের

banglarmukh official

বরিশাল বোর্ডে সেরা ঝালকাঠি, পিছিয়ে পটুয়াখালী

banglarmukh official

নগরে নতুন নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

banglarmukh official

জমি নিয়ে বিরোধের জেরে যুবককে মারধরের অভিযোগ

banglarmukh official

আবুল হাসানাত আব্দুল্লাহসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

banglarmukh official

বরিশালে বিএনপি অফিস ভাঙচুরে অভিযোগে সাদ্দাম শাহ‍্ গ্রেপ্তার

banglarmukh official