পুলিশে বড় ধরনের পদোন্নতির পর এবার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পদায়ন ও বদলির প্রক্রিয়া শুরু হয়েছে। ১৩৮ জন অতিরিক্ত ডিআইজির মধ্যে চারজন কর্মকর্তাকে ঢাকায় র্যাপিড অ্যাকশন ব্যটালিয়নের (র্যাব) অধিনায়ক হিসেবে পদায়ন করা হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত এসপি থেকে অ্যাডিশনাল ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাদের নাম জানতে পেরেছে ঢাকা টাইমস। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ফাইলে প্রধানমন্ত্রীর সই হলেই প্রজ্ঞাপন জারি হবে।
ঢাকায় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে পদায়ন হতে যাওয়া অতিরিক্ত ডিআইজির মধ্যে আছেন বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ডিসি মো. মোকতার হোসেন, বরিশালের এসপি মো. মারুফ হোসেন, ফরিদপুরের এসপি আলিমুজ্জামান এবং পাবনার এসপি মো. মহিবুল ইসলাম।