নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ বড়াকোঠা গ্রাম থেকে তিনটি গাঁজা গাছসহ রেজাউল করিম (৪০) নামে এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮) সদস্যরা। গ্রেপ্তার রেজাউল ওই এলাকার মৃত আবুল কাসেম ফকিরের ছেলে।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে বরিশাল রূপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাড়ির আঙিনার ভিটা জমিতে গাঁজা চাষের তথ্য পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার উপজেলার বড়াকোঠা ইউপির দক্ষিণ বড়াকোঠা গ্রামের রেজাউল করিমের বাড়িতে অভিযান পরিচালনা করেন র্যাব-৮ এর সদস্যরা।
বিকেল সোয়া ৫টার দিকে রেজাউল করিমকে গ্রেপ্তার ও বাড়ি সংলগ্ন ভিটা থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৭ কেজি। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে- বরিশাল র্যাব-৮ সিপিএসসির ডিএডি জি.এম আনসার আলী বাদী হয়ে গ্রেপ্তার হওয়া রেজাউল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।’