বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তেঁতুলিয়া নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে।
সোমবার সকালে উপজেলার নেহালগঞ্জ ফেরিঘাট এলাকায় ফেরি ও পন্টুনের মাঝে পড়ে সে নিখোঁজ হয় বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশনের ডুবুরি নজরুল ইসলাম জানান।
নিখোঁজ মো. নয়ন (৭) পিরোজপুর জেলার লিটন হাওলাদারের ছেলে।
শিশুটির মামা মাওলানা রেজাউল করিম বলেন, নয়ন তার মায়ের সঙ্গে বাকেরগঞ্জের দক্ষিণ কাজলাকাঠির মামাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে তারা পিরোজপুরের উদ্দেশে রওনা দেয়।
“নেহালগঞ্জ ফেরিঘাট এলাকায় এসে গাড়ি ভাড়া দিচ্ছিল নয়নের মা। তখন নয়ন ঘাটের পন্টুনের সঙ্গে বাঁধা একটি অকেজো ফেরিতে উঠতে যায়। তখন সে পন্টুন ও ফেরির মাঝখানের ফাঁকা জায়গায় নদীতে পড়ে যায়।”
সঙ্গে সঙ্গে উদ্ধারের চেষ্টা করেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় লোকজন।
ফায়ার সার্ভিসের ডুবুরি নজরুল ইসলাম বলেন, দুপুর ২টা থেকে তারা সন্ধান করছেন। সন্ধ্যার পর অভিযান স্থগিত রাখা হয়েছে।