30 C
Dhaka
অক্টোবর ৩০, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশালে পুলিশের শীর্ষ পদে ব্যাপক রদবদল

খান রুবেলঃ চলতি বছরের শেষেই দেশব্যাপি বেজে উঠবে নির্বাচনী ডামাঢোল। প্রথমে সিটি কর্পোরেশন নির্বাচন এরপর হবে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের প্রস্তুতিলগ্নে বরিশাল মহানগর এবং রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা পর্যায়ে ব্যাপক রদবদল শুরু হয়েছে।

এরি মধ্যে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বদলি করা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। ঠিক তেমনকিভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দায়িত্বে থাকা কর্মকর্তাদের পদায়ন দেয়া হয়েছে বরিশালে।

এর মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনারসহ দুজনকে অতিরিক্ত কমিশনার নিযুক্ত করা হয়েছে। বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ডিআইজি একেএম এহসানুল্লাহকে বদলি করে তার স্থলাবিসিক্ত করা হয়েছে পটুয়াখালী জেলার এসপিকে।

এদিকে, শুধুমাত্র বরিশাল মেট্রোপলিটন এবং রেঞ্জ পুলিশই নয়, বরিশাল এপিবিএন-১০, পিবিআই এবং আরআরএফ’র অতিরিক্ত ডিআইজি মর্যাদার দুই শীর্ষ পুলিশ কর্মকর্তাকেও বদলি হয়েছে।

গত বুধবার এসব কর্মকর্তাদের বদলি এবং পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের মোট ১৩৮ জন অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা পদে রদবদল করেছে সরকার।

জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ‘বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিমকে ঢাকা বিভাগের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বিএমপি’র অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এই দুই কর্মকর্তার স্থলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি পদায়ন করা হয়েছে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুজন কর্মকর্তাকে। এরা হলেন- শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৭ এর পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন এবং ঢাকা ট্যুরিস্ট পুলিশের এসপি সঞ্জয় কুমার কুন্ডু। তাদের দুজনকেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মো. মোকতার হোসেন। সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন তিনি। পদোন্নতি পরবর্তী তাকে র‌্যাবের অধিনায়ক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বরিশাল জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেনও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। তাকেও বদলি করা হয়েছে র‌্যাবের অধিনায়ক হিসেবে। গুঞ্জন রয়েছে বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন মারুফ হোসেন।

তাদের আগেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার পদে নিযুক্ত হন মো. সাইফুল ইসলাম। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এদিকে, বরিশাল মহানগরীর বাইরে রেঞ্জ পুলিশেও রদবদল হয়েছে। রেঞ্জের অতিরিক্ত ডিআইজি একেএম এহসান উল্লাহ্ পদোন্নতি পেয়েছেন ডিআইজি পদে। সম্প্রতি তাকে ঢাকায় ট্রেনিং সেন্টারের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

আর বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহকে। তিনি ছাড়াও বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. ফারুক উল হককে।

অপরদিকে বুধবারের প্রজ্ঞাপন সূত্রে আরও জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন এবং রেঞ্জের বাইরেও বরিশাল-১০ এপিবিএন-এ নতুন অধিনায়ক পদায়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে দশম এপিবিএন’র অধিনায়ক করা হয়েছে।

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. আতিকুর রহমানকে বদলি করা হয়েছে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পদে। এছাড়া বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সেস এর কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা ট্যুরিস্ট পুলিশের এসপি ড. একেএম ইকবাল হোসেনকে।

সম্পর্কিত পোস্ট

১৭ পুলিশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

banglarmukh official

এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস

banglarmukh official

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

banglarmukh official

বিএনপি-জামায়াতসহ সব দলকে একতাবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

banglarmukh official

গৌরনদী বিএনপির ৪ নেতাকর্মী গ্রেফতার

banglarmukh official

পায়রা সমুদ্রবন্দরের দিকে এগিয়েছে ঘূর্ণিঝড় ‘দানা’

banglarmukh official