বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র এনামুল খান ওরফে রিফাতের বিরুদ্ধে এক নাবালিকা কিশোরীকে নিয়ে পালানোর অভিযোগ পাওয়া গেছে।
কিশোরীর মা মাহফুজা আক্তার অভিযোগ করে বলেন- এনামুল খান ওরফে রিফাত ১৫ বছরের এক কিশোরীকে নিয়া পালাতক রয়েছে। গত ২৯ জুন তারিখ কিশোরী বাসা থেকে বেগম তোফাজ্জেল হোসেন মানিক মিয়া কলেজের উদ্দেশে বের হলে রিফাত কিশোরীকে ফুসলিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে য়ায় ।
কিশোরী বরিশাল নগরীর ২০নং ওয়ার্ডের কলেজ রোড মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করেন। তার বাবা মওদুদ আলী একজন প্রবাসী হওয়ায় টাকার লোভে রিফাত তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে ।
জানা গেছে- রিফাত বরিশাল সদর উপজেলার পশুরীকাঠী চাঁদের হাট গ্রামের জালাল আহম্মেদের ছেলে । পশুরীকাঠি এলাকায় রিফাত বাজে ছেলে হিসাবে পরিচিত। এবং বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকায় একটি বাসায় ভাড়া থেকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পড়াশোনার নামে খারাপ কাজের সাথে জড়িত ছিলো। এই এলাকা থেকে ৪ মাসের বাসা ভাড়া না দিয়ে অন্যত্র পালিয়ে যায় বলে জানায় প্রতারক রিফাতের বাড়ির মালিক।
যদি রিফাতকে কোন মেয়ে সহ কেউ দেখে থাকেন তাহলে বরিশাল কোতয়ালী মডেল থানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইলো ।