20 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে বাড়ছে নদীর পানি

বরিশাল বিভাগের বিভিন্ন নদীর পানি আরও বেড়েছে। গত শনিবার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত সুরমা ও মেঘনা নদীর পানি গতকাল রোববার তজুমুদ্দিন পয়েন্টে আগের দিনের চেয়ে ৯ সেন্টিমিটার বেড়ে ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।

রোববার সন্ধ্যায় বরিশাল পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোগ্রাফি বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, দুপুরে তজুমুদ্দিন পয়েন্টে সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার (২.২২ মিটার) ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বেলা ১২টার দিকে ঝালকাঠী পয়েন্টে বিষখালী নদীর পানি বিপৎসীমার (১.৪০ মিটার) ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে, একই নদীর পানি বেতাগী পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং পাথরঘাটা পয়েন্টে ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে, কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচ দিয়ে, ভোলার দৌলতখান উপজেলায় সুরমা ও মেঘনা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার নিচ দিয়ে, ভোলা খেয়াঘাট এলাকায় তেতুলিয়া নদীর পানি ৩৩ বিপৎসীমার সেন্টিমিটার নিচ দিয়ে, কঁচা নদীর পানি উমেদপুর পয়েন্টে ১৫ সেন্টিমিটার
হিজলা পয়েন্টে ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে এবং পিরোজপুর পয়েন্টে বলেশ্বর নদীর পানি ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যান্য নদীর পানিও আগের চেয়ে বেড়েছে। প্রতিদিন দুই বার জোয়ারের সময় নদীরে পানি বাড়লেও আবার ভাটির সময় নেমে যাচ্ছে। জোয়ারের সময় নদীর পানি উপরে চর ও নি¤œাঞ্চল প্লাবিত হচ্ছে।
পানি বৃদ্ধির বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, ভারতে বন্যা হচ্ছে। উত্তরাঞ্চলেও বন্যা হচ্ছে। এ কারনে দক্ষিনাঞ্চলের নদীর পানি অনেক বেড়েছে। এই সময়ে দক্ষিনের নদীর জোয়ার ভাটার ব্যবধান খুবই কম। আগামী অমাবশ্যা পর্যন্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে ধারণা করছেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official

বরিশালে শব্দ দূষণ বন্ধে বরিশালে র‍্যালী ও লিফলেট বিতরণ

banglarmukh official

বরিশালে ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

banglarmukh official