টাকা না দেয়ায় মানহানিকর তথ্য প্রদানের অভিযোগে দেবরের বিরুদ্ধে ভাবি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (০৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের বাসিন্দা ও প্রবাসী মোঃ মিন্টু ফকিরের স্ত্রী আয়সা আক্তার। সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি বলেন, গত ২ জুলাই চিকিৎসার নামে অচেতন করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষন, অতপর ৪ মাসের অন্তঃসত্তা শীর্ষক একটি সংবাদ স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। যা আদৌ সত্য নয়। তিনি বলেন, আমার ২ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে। আমার স্বামী প্রবাসী হওয়ায় আমার কাছ থেকে দেবর মোঃ রাকিব ফকিরসহ শাশুরী, ননদ, জা মাঝে মাঝে মোটা অংকের টাকা দাবী করতো। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রায়ই তারা খারাপ আচরণ করতো। সম্প্রতি প্রতিবেশী ও পল্লী চিকিৎসক মোঃ মিজানুর রহমান, যে সম্পর্কে খালাতো ভাসুর হন। যার সাথে আমার দেবর রাকিব ফকিরের দীর্ঘ কয়েক মাস যাবৎ জমি ক্রয় সংক্রান্ত আর্থিক লেনদেন চলে আসছিলো। সম্পর্কের অবনতি হলে ভাসুর মিজানুরের সাথে দেবর রাকিবের বাকবিতান্ডা হয়। এর পর হঠাৎ করেই মিজানুর রহমানের সাথে আমাকে জড়িয়ে দেবর রাকিব মিথ্যে তথ্য রটিয়ে বেড়ায়। যা আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করেছে। তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত রাকিব ফকিরের মুঠোফোনে কল দেয়া হলে তিনি জানান, বিষয়টি সম্পূর্ণ সত্য, তার ভাবি পুলিশের সামনেই এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করেছেন। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ দিলে আইনগত সর্বোচ্চ সহায়তা করা হবে।