নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরে র্যাবের অভিযানে ২৮২ পিস ইয়াবাসহ মোঃ সুজন শিকদার (২১) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টার দিকে উজিরপুর উপজেলার মশাং বাজারস্থ কবিরের সিলভার কারখানার পিছন থেকে তাকে ২৮২ (দুইশত বিরাশি) পিছ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ওটরা ইউনিয়নের মশাং গ্রামের বাচ্চু শিকদার এর ছেলে। র্যাব-৮ বরিশাল সিপিএসসির ডিএডি নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে উজিরপুরে বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ মমিন উদ্দিন সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।