জাকারিয়া আলম দিপুঃ আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে নিরাপত্তা সংক্রান্তে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । বিসিসি নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ ৫জুলাই বৃহস্পতিবার বরিশাল নগরীর আমতলা বিজয় বিহঙ্গ সংলগ্ন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) অস্থায়ী কার্যালয়ে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাহ্ফুজুর রহমান বিপিএম এর সভাপতিত্বে আসন্ন সিটি কর্পোরেশেন নির্বাচন নিরাপত্তা সংক্রান্তে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার জন্য নিরাপত্তা সংক্রান্তে আলোচনা ও সিধান্ত গ্রহন করা হয়।
উল্লেখ্য বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তিনটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছে ২৮ জুন । যাচাইবাছাই শেষ হয়েছে ১ ও ২ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।