নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মো. রিয়াজ শেখ নামের ত্রিশোর্ধ্ব এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরআগে শনিবার বিকেল ৫টার দিকে নৌবন্দর টার্মিনালের পন্টুন থেকে তাকে আটক করা হয়। তবে এসময় তার সহযোগী মো. মিলন প্রকাশ ছোট মিলন (৪০) নামের অপর এক ব্যবসায়ী পালিয়ে গেছে।
গ্রেপ্তার রিয়াজ স্থায়ী কোনা ঠিকানা না থাকলেও তিনি শহরের ৪ নম্বর পলাশপুরের ঘেরেরপাড় এলাকার মোসলেম মিয়ার ভাড়াটিয়া বলে জানা গেছে। পালিয়ে যাওয়া রিয়াজের সহযোগী মিলন প্রকাশ ৮ নম্বর পলাশপুর এলাকার কাঞ্চন মিয়ার ছেলে।
গোয়েন্দা পুলিশ জানায়- নদীপথে মাদকের বড় একটি চালান আসছে এমন খবরের ভিত্তিতে তাদের একটি টিম শনিবার বিকেলে নৌবন্দরে অবস্থান নেয়। একপর্যায়ে তারা ব্যাগ হাতে রিয়াজ শেখ নামের ব্যক্তিকে আটক করে। এর পূর্বে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায় তার সহযোগী মিলন প্রকাশ ছোট মিলন। এসময় ডিবি পুলিশ সদস্যরা রিয়াজ শেখের ব্যাগে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। কিন্তু গন্তব্যে পৌছানোর আগেই রিয়াজ চালানটিসহ আটক হলেও তার সহযোগী পালিয়ে গেছে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে গোয়েন্দা পুলিশ।’