এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

বরিশাল নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

রিপোর্টার//শামীম ইসলাম:

বরিশাল নগরের কালিবাড়ি রোডস্থ জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষেচুরির ঘটনা ঘটেছে।

তবে এতে কিছু বিল ভাউচার ছাড়া অন্য কোন মালামালাখোয়া যাওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (০২ জুলাই) সকাল ১০ টার দিকে ওই কক্ষের তালা খুলতে গিয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ থানা পুলিশকে অবহিত করে।

পরে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নাইট গার্ড বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম জানান, সকালে বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষের তালা খুলতে গিয়ে কর্মচারী রাশেদ তা আগে থেকেই খোলা দেখতে পান।

এরপর তিনি বিষয়টি অফিস সহায়ক সন্ধ্যা রানী চক্রবর্তীকে জানালে তিনি আমাদের জানান। তাৎক্ষনিক কোতোয়ালি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হলে তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নাইট গার্ড বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

তিনি বলেন, ২/১ দিনের মধ্যেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা হওয়ার কথা। সে অনুযায়ী কিছু বিল ভাইচার রেডি করা হচ্ছিলো। দূর্বৃত্তরা শিক্ষকদের রুমের তালা খুলে সে ভাউচারগুলো নিয়ে গেছে, আর কোন মালামাল খোয়া গেছে কিনা তার অনুসন্ধান চলছে।

পাশাপাশি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাও গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official