বরিশাল বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ১১ জুলাই, বৃহস্পতিবার সকালে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ মার্কেটিং ডে-২০১৯ উদযাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মার্কেটিং পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে আনন্দ র্যালি বের করে। এসময় তারা দিবসটিকে সামনে রেখে নানা স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি মার্কেটিং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে আয়োজন ও উদযাপন করা হয়।
র্যালি শেষ করে শিক্ষার্থীরা কেক কেটে উদযাপন করে। এসময় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মোঃ ইমরান হোসাইন (ভারপ্রাপ্ত) বলেন, “এ দিবসটির মাধ্যমে সারাদেশে ভোক্তা সচেতনতা যেমন বৃদ্ধি পাবে তেমনি করে মার্কেটিয়াররা আরো ভালো সেবা দিতে তৎপর হবে।” তিনি আরো বলেন, “বর্তমানে মার্কেটিং একটি যুগোপযোগী বিষয় এবং সময়ের সাথে সাথে এর চাহিদা বাড়ছে। তবে এ বিষয়ে আরো বেশী দক্ষতা অর্জনে দরকার দেশের অভ্যন্তরে উচ্চতর গবেষণা “।