অনলাইন ডেস্কঃ রাজধানীতে ছুরিকাঘাতে মো. জাবেদ আলী (৩৬) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি খুন হয়েছেন। রোববার (১৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সূত্রাপুর থানাধীন ধোলাইখাল রুকুনপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের মামা মো. আজিম বলেন, আমার ভাগিনা ইলেকট্রিকের কাজ করতেন। রাতে বাসায় ফেরার পথে শাওন নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে জাবেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢমেক মর্গে রাখা হয়েছে।