বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তিনজন স্থানীয় ক্রিকেটার ও দুইজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে আগামী আসরের জন্য। চলতি বছরের সেপ্টেম্বরে আগামী আসরের জন্য খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে।
করোনা পরবর্তী সময়ে ফরচুন বরিশালের হয়ে বিপিএলের দুই আসরে খেলেন সাকিব। দলটির হয়ে ২৪ ম্যাচ খেলে ৬৫৯ রান ও ২৬ উইকেট নেন তিনি। ২০২১ সালে সাকিবের অধিনায়কত্বে ফাইনালে ওঠে বরিশাল। যদিও কুমিল্লার বিপক্ষে হেরে আসর রানার্সআপ হয় তার। আর এবারের আসরে ফাইনালের আগেই বিদায় নেয় তারা।
এরপর বরিশালের ফেসবুক পেজে হারের জন্য সাকিবকে দায়ী করে একটি পোস্ট দেওয়া হয়। যদিও সেটা পরে মুছে ফেলা হয় এবং মালিকপক্ষ থেকে জানানো হয় এটার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তবে তখন আভাস পাওয়া গিয়েছিল হয়তো পরের আসরে বরিশালের জার্সিতে খেলবেন না সাকিব।