15 C
Dhaka
ফেব্রুয়ারি ৯, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

ভক্তের আঁকা ছবিতে আবেগ আপ্লুত সালমান!

শুধু দেশের মানুষ যে সালমান খানের ভক্ত হবেন, তা কেন! সালমানের প্রশংসা করার জন্য নিশ্চয়ই কাঁটাতার বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। বলিউডের গণ্ডি পেরিয়ে তাই এই তারকার প্রশংসা করেছেন হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালন। হ্যাঁ, ৭৩ বছর বয়সী সেই সিলভেস্টার স্ট্যালন, বড় পর্দায় যাঁর শরীরে জীবন্ত হয়েছে ‘র‍্যাম্বো’।

সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের ফলোয়ার সংখ্যা সবচেয়ে বেশি, সালমান খান তাঁদের একজন। ঘটনাটি গত বৃহস্পতিবারের। একটা ভিডিও দ্রুত ভাইরাল হয় অনলাইন মাধ্যমে। সেখানে দেখা যায়, একজন প্রতিবন্ধী নারী, তাঁর দুহাত একেবারেই অচল। পায়ের সাহায্যে তিনি রং–তুলি দিয়ে সালমান খানকে তুলে ধরেছেন। বিছানার ওপর পড়ে রয়েছে একটি মোবাইল। আর সেখানে সালমান খানের সেই ছবি দেখা যাচ্ছে, ঠিক যে ছবিটি তিনি আঁকছেন। আর পেছনে বেজে চলছে সালমান খানের ‘হ্যালো ব্রাদার’ ছবির গান।

সালমান খান তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদধন্য হোন। যে ভালোবাসা আপনি আমার জন্য দেখিয়েছেন, তা কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তারপরও আমার ভালোবাসা জানবেন।’

মুহূর্তেই তা তোলপাড় করেছে সামাজিক যোগাযোগমাধ্যমকে। এ পর্যন্ত এই ভিডিওটি অর্ধকোটিবার দেখা হয়েছে। ১৭ লাখ মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। আর মন্তব্য জড়ো হয়েছে ৫০ হাজার। সালমান খান আর সিলভেস্টার স্ট্যালনের কখনো দেখা হয়েছে কি না জানা যায়নি। তবে ইনস্টাগ্রামে একজন আরেকজনকে ‘ফলো’ করেন। সালমান খানের শেয়ার করা ভিডিওতে যাঁরা মন্তব্য করেছেন, তাঁদের একজন সিলভেস্টার স্ট্যালন। ভিডিওটি ছুঁয়ে গেছে হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালনের হৃদয়। তাই তিনি সেখানে মন্তব্য করেছেন, ‘এটাই ভালোবাসা আর একনিষ্ঠতা।’

যা হোক, ‘ভারত’ ছবির পর সালমান খান ব্যস্ত আছেন ‘দাবাং থ্রি’ নিয়ে। আর লাইন ধরে দাঁড়িয়ে আছে সঞ্জয় লীলা বানসালির ‘ইনশাল্লাহ’। এখানে তিনি প্রথমাবারের মতো পর্দা ভাগ করবেন আলিয়া ভাটের সঙ্গে।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official