মঙ্গল গ্রহে মহাকাশযান পাঠাবে সংযুক্ত আরব আমিরাত। এজন্য একটি যানও তৈরি করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে ‘আল আমাল’। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশ এমন অভিযান চালালেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে আরব আমিরাতই প্রথম এই অভিযান পরিচালনা করতে যাচ্ছে।
প্রায় ৫ বছর ধরে এই মঙ্গল গ্রহে যাওয়ার জন্য মহাকাশযান তৈরি করেছে আরব আমিরাত। মানবহীন এই যানটি জাপানের স্পেস সেন্টার থেকে ছাড়া হবে বলে জানানো হয়। ২১১৭ সালে মধ্যে মঙ্গলে মানব বসতি গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করলো দেশটি। এমন খবর প্রকাশ করেছে নিউজ এট্টিন।
সবকিছু ঠিক থাকলে মঙ্গলগ্রহে পৌঁছতে প্রায় সাত মাস সময় লাগবে এই মহাকাশযানটির। মঙ্গলগ্রহের ৬৮৭ দিনে এক বছর হয়। এই পুরো সময় মহাকাশযানটি মঙ্গল গ্রহের কক্ষপথ প্রদক্ষিণ করবে। কক্ষপথ একবার প্রদক্ষিণ করতে যানটির ৫৫ ঘণ্টা সময় লাগবে।
মহাকাশযানটিতে একটি শক্তিশালী রেজোলিউশনের মাল্টিব্যান্ড ক্যামেরা যুক্ত করা হয়েছে। যা খুব ছোট বা সূক্ষ্ম বস্তুরও ছবি খুব সহজেই তুলতে পারে। এই অভিযান বিশেষ ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।