28 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার সদর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় সাব্বির হোসেন (১৭) নামের এক কলেজছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। বুধবার (২৭ জুলাই) রাত পৌনে সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত সাব্বির উপজেলার হায়দারপুর তালবাগান এলাকার মৃত রাশেদুল ইসলামের ছেলে। সে চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

সাব্বিরের পরিবারের সদস্যরা জানান, মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার মায়ের কাছে বায়না করে সাব্বির। মোটরসাইকেল কিনে না দেওয়ায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়িতেই বিষপান করে সে। রাত ১০টার স্বজনরা জানলে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। সেখানে তার পাকস্থলি থেকে বিষ ওয়াশ করার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ার্ডে রাখার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে মারা যায় সাব্বির।

ওই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, অতিমাত্রায় বিষপান করে সাব্বির হোসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। ভর্তির কিছুক্ষণের মধ্যে সে মারা যায়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় সাব্বির হোসেন বিষপান করে মারা যায়। তার মৃতদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বিএনপির নাম ভাঙ্গিয়ে ইজারা বহির্ভূতভাবে শেরপুর সীমান্তে বালু উত্তোলনের মহোৎসব

banglarmukh official

খু‌ড়ি‌য়ে খু‌ড়ি‌য়ে চল‌ছে শেরপু‌রের তৃতীয় লি‌ঙ্গের আবাসন কেন্দ্রটি

banglarmukh official

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

banglarmukh official

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

banglarmukh official