22 C
Dhaka
নভেম্বর ২৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা প্রশাসন

রাজশাহী থেকে পাচার হওয়া ৪ কিশোরী সাভারে উদ্ধার

নিউজ ডেস্কঃ রাজশাহী নগরীতে পাচার হওয়ার তিন দিনের মধ্যে উদ্ধার হয়েছে স্কুলপড়ুয়া চার কিশোরী। বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার সাভার মডেল থানার পূর্ব রাজাসন এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে।

পাচারকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় চাঁদনী খাতুন (৩০) নামে এক নারীকে। তিনি রাজশাহী নগরীর কোর্ট বুলনপুর এলাকার মো. সুরুজ আলীর স্ত্রী।

চাঁদনী নগরীর মহিষবাথান এলাকায় বসবাস করতেন তিনি। উদ্ধার হওয়া চার কিশোরী একই এলাকার বাসিন্দা।

গত ২৬ জুলাই ফুসলিয়ে তাদের রাজশাহী থেকে নিয়ে যাওয়া হয়। তাদের যৌন কার্যকলাপে নিযুক্ত করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হয়েছিল।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্কুলে যাওয়ার কথা বলে গত ২৬ জুলাই বাড়ি থেকে বেরিয়ে যায় চার কিশোরী। কিন্তু বিকেলেও তারা বাড়ি ফেরেনি। অভিভাবকরা সন্ধানে নেমে জানতে পারেন চাঁদনী খাতুন ওই চার কিশোরীকে নিয়ে মহিষবাথান কলোনীর উত্তর পার্শ্বের গেট দিয়ে বেরিয়ে গেছেন।

ওই সময় চাঁদনীর মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। চাঁদনীর স্বামী সুরুজ আলী জানান, কাউকে না জানিয়ে প্রায়ই তার স্ত্রী ঢাকায় যান। এক-দু সপ্তা পর ফিরেও আসেন।

তখনই ওই চার কিশোরীকে পাচারের সন্দেহ করেন স্বজনরা। এ নিয়ে এক কিশোরীর বাবা নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।

এরপরই ৪ কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে রাজপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে সাভার মডেল থানা পুলিশের সহায়তায় অভিযুক্ত চাঁদনীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার হেফাজতে থাকা ৪ কিশোরীকেও উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই নারী স্বীকার করেছেন, যৌন কার্যকলাপে নিযুক্ত করার উদ্দেশ্যেই কিশোরীদের নিয়ে যাওয়া হয়েছিল। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিয়েছে।

সম্পর্কিত পোস্ট

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official

ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

banglarmukh official

ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

banglarmukh official

সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে

banglarmukh official

কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন হারুন

banglarmukh official

ঝালকাঠিতে আমুর ছায়ায় কোটিপতি ডজনখানেক

banglarmukh official