কক্সবাজারে লবণ বোঝাই ট্রাকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৯ জুলাই) রাতে কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী পুরাতন সিএনজি স্টেশনের সামনে থেকে তাদের আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
আটকরা হলেন, সিরাজগঞ্জের ধানবাড়ি গ্রামের সাত্তারের ছেলে ট্রাকচালক আকাশ (২৯), বরিশালের বাকেরগঞ্জ রাজারকুল এলাকার সুনীল দাশের ছেলে ট্রাকের হেলপার পলাশ দাশ (২৬)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদে খবর আসে লবণ বোঝাই ট্রাকে ইয়াবা পাচার করছে মাদক কারবারিরা। এ খবরে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। এসময় ঢাকাগামী একটি লবণের ট্রাক তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, আটকরা প্রাথমিকভাবে স্বীকার করেছেন লবণ ও ইয়াবাগুলো চৌফলদন্ডী ইউনিয়নের হায়দার পাড়া এলাকার বেদারুল ইসলাম নামে একজনের।
আর বেদারুল ইসলাম চৌফলদন্ডী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
চৌফলদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এহসানুল হক বলেন, মাদক কারবারিদের স্থান আওয়ামী লীগে নেই। এ মামলার এজাহারে যদি ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির নাম আসে, তবে সাংগঠনিকভাবে তাকে বহিষ্কার করা হবে।
ঘটনার পর থেকে বেদারুল ইসলামের মুঠোফোন বন্ধ রয়েছে। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় মাদকের মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এসআই মোশাররফ।