এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ শিক্ষাঙ্গন

শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে

মেহেন্দিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। যারা শিক্ষকের আদর্শের জায়গাটাকে ধারন করতে না পারে তাদের বর্জন করুন। যে যার ধর্মের জায়গা থেকে ধর্মকে লালনের মাধ্যমে ভালো থাকবেন। শিক্ষকতাকে চাকুরীর সাথে তুলনা করবেন না, কারণ আপনারা দেশ গড়ার কারিগড়

এসময় সংসদ সদস্য শিক্ষাখাতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেণ। গতকাল বিকাল ৫টায় সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাতারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মেহেন্দিগঞ্জ উপজেলার চ্যাম্পিয়ন হয় এবং আজিমুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেণ সংসদ সদস্য পংকজ নাথ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহম্মেদ, পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সুভাষ সরকার, শহীদ শাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, রফিকুল ইসলাম টেনু, নুরুল ইসলাম জামাল মোল্লা, উপজেলা কৃষি অফিসার হারুন অর-রশিদ, থানা অফিসার ইনচার্জ আবিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক সোহেল মোল্লা, সুমন ফরাজী, হাবিবুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান উজ্জল, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মনির জমদ্দার, সাধারন সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারন সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সাকিল সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সকালে সংসদ সদস্য পংকজ নাথ রাজাপুর জর্জ ইনষ্টিটিউশনের ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্থ স্থাপন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করে সন্ধ্যায় পৌরসভার ৭নং ওয়ার্ড বদরপুর গ্রামে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করেণ।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official