25 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বিনোদন

সাদা কালা’য় মজলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্কঃ একটা সময় ছিল, গানের জনপ্রিয়তার সূত্র ধরে সিনেমাও হিট হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায় না। সিনেমার গানের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। সেই তলানি থেকে যেন এক লাফে আকাশ ছুঁয়েছে ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’।

দেশজুড়ে গানটি ভাইরাল। ইউটিউব, ফেসবুকে কোটি কোটি ভিউ ছাড়াও একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে এই গান। সরল কথা-সুরে মনে দোলা দেওয়ার মতো মিউজিক। ব্যাস, এতেই মুগ্ধ সকলে।

‘সাদা সাদা কালা কালা’ গানের কিছু অংশ গেয়ে কিংবা লিখে ফেসবুকে পোস্ট দেননি, এমন মানুষ কমই আছে। বিশুদ্ধ বাতাসের মতই যেন গানটি মিশে গেছে সবার মনে। এই বাতাসের ছোঁয়া লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের গায়েও।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন অপু। সেখানে তাকে দেখা গেছে সাদা কালো রঙের একটি শাড়িতে। চেয়ারে বসে হাস্যোজ্বল চেহারায় নজরকাড়া রূপে পোজ দিয়েছেন ক্যামেরায়। ক্যাপশনে দিয়েছেন সাদা ও কালো রঙের হার্ট ইমোজি।

গানের নাম উল্লেখ না করলেও অনুসারীদের অনেকেই সমীকরণ মিলিয়ে নিয়েছেন। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত অপুর এই ছবিতে ৩৫ হাজার রিঅ্যাকশন পড়েছে। সঙ্গে আড়াই হাজারের বেশি মন্তব্য। অধিকাংশ মন্তব্যেই অনুসারীরা অপুর রূপ-সজ্জার প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, সাদা-কালো শাড়ির সঙ্গে নায়িকার সোনালি রঙের চুল মানানসই হয়নি।

অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ফেব্রুয়ারিতে। সিনেমার নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে তার নায়ক বাপ্পী চৌধুরী। বর্তমানে অপুর হাতে একাধিক সিনেমা রয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম ও শো-রুম উদ্বোধন করতেও দেখা যায় তাকে।

সম্পর্কিত পোস্ট

সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

banglarmukh official

যেভাবে যুক্তরাষ্ট্রে সফল উদ্যোক্তা বরিশালের মেয়ে রোজা

banglarmukh official

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা, মেহজাবীনের আবেগঘন পোস্ট

banglarmukh official

পুষ্পা-২ দেখতে গিয়ে পদপিষ্ট শিশুর অবস্থার উন্নতি, পাশে দাঁড়িয়েছেন আল্লু অর্জুন

banglarmukh official

মিশর ভ্রমণ করে যে স্বপ্ন পূরণ হলো মেহজাবীনের

banglarmukh official

শাড়িতে ভক্তদের নজর কাড়লেন শবনম ফারিয়া

banglarmukh official