এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ ঢাকা প্রচ্ছদ

সাভারে শিশু ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ব্যবসায়ী নিহত

ঢাকা জেলার সাভারের উত্তর জামসিং এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সেলিম মিয়া নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে সোলায়মান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া জামসিং এলাকার হোসেন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, এক শিশুকে ধর্ষণের ঘটনায় বুধবার দুপুরে জামসিং এলাকার নিজ বাড়ি থেকে কুয়েত প্রবাসী কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। রাতে ওই এলাকার বাসিন্দা আব্দুল কাদের মোল্ল্যা ধর্ষণকারীর পক্ষে কথা বললে তা প্রতিবাদ করেন মাছ ব্যবসায়ী সেলিম মিয়া। এ সময় দু’জনের মধ্যে কথাকাটির এক পর্যায়ে কাদের মোল্ল্যা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সেলিম মিয়াকে কুপিয়ে আহত করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সেলিম মিয়া, রফিক ভুট্টোসহ আহত হয় অন্তত ১০ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে আব্দুল কাদের মোল্ল্যা ও তার লোকজন পলাতক রয়েছে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের চিকিৎসা চললেও রফিক নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা।

এ বিষয়ে সাভার মডেল থানার এস আই (উপ-পরিদর্শক ) মহসিন মিয়া জানান, হত্যাকারীদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official