এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা প্রচ্ছদ

লকডাউনের ১ম দিনেই বরিশালে রেকর্ড ২৮৬ জনের করোনা শনাক্ত

বরিশালে কঠোর লকডাউনের ১ম দিনেই রেকর্ডসংখ্যক করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। ‍

শনাক্তের শীর্ষে রয়েছে বরিশাল জেলা। আর এরপরেই রয়েছে পিরোজপুর। ২৪ ঘণ্টার মোট শনাক্ত সংখ্যায় কেবল এ দুই জেলাতেই আক্রান্ত হয়েছেন অর্ধেকেরও বেশি রোগী।

এছাড়া মৃত্যু ঘটেছে আরও ৬ জনের। এদের মধ্যে পিরোজপুরে ৪ জনসহ বরিশাল ও পটুয়াখালী জেলার ১ জন করে রয়েছেন। ‍এনিয়ে বিভাগে করোনায় ৩১১ জন মৃত্যুবরণ করলেন। পাশাপাশি আক্রান্তের সংখ্যায় সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ২৮৬ জন। ‍এর আগের ২৪ ঘণ্টায় ‍এই সংখ্যা ছিল ২০৮। নতুন শনাক্তদের নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ‍এখন ১৭ হাজার ৮৮৬। ‍

এছাড়া সুস্থতা লাভ করেছেন ২৮ জন। বিভাগে মোট সুস্থতার সংখ্যা ১৫ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নুতন করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জনের, বিপরীতে সুস্থতা লাভ করেছেন ২৬ জন। এছাড়া পটুয়াখালীতে নতুন শনাক্ত ২০ জন, ভোলায় শনাক্ত ৮, সুস্থ হয়েছেন ১ জন, পিরোজপুরে নতুন শনাক্ত ৮০, সুস্থতা লাভ করেছেন ১ জন। এছাড়া বরগুনায় ২৯ ‍এবং ঝালকাঠিতে ৬৪ জনের দেহে করোনার ‍উপস্থিতি পাওয়া গেছে।

তবে পটুয়াখালী, বরগুনা ‍এবং ঝালকাঠিতে নতুন করে সুস্থতা লাভ করেননি কোন রোগী।

প্রসঙ্গত, বিভাগে শনাক্ত ও মৃত্যুর হারে সবার শীর্ষে রয়েছে বরিশাল জেলা

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official