ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ইনডিপেনডেন্ট টেলিভিশন ও অনলাইন সংবাদপত্র জাগো নিউজের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বরিশাল অনলাইন প্রেসক্লাব ।
এক বিবৃতি বরিশাল অনলাইন প্রেসক্লাবের সভাপতি খান রুবেল ও সম্পাদক রিপন হাওলাদারসহ সদস্যরা অবিলম্বে সাংবাদিক তানভীর হাসান তানুকে মুক্তির দাবী জানায় । একইসাথে গ্রেফতার তানভীর হাসান তানু, অনলাইন সংবাদপত্র নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের ঠাকুরগাঁও প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহারের আহবান জানায় সংগঠনটি।