ক্যাম্পাস প্রতিনিধি / ইএম রাহাত ইসলামঃ এতদ্বারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭টি আবাসিক হলের সকল শিক্ষার্থীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৭ মার্চ ২০২০ইং করোনাজনিত সংকটের কারণে ইউনিভার্সিটি বন্ধের পাশাপাশি সকল আবাসিক হল বন্ধ দেয়া হয়। প্রতিটি হল ব্যক্তি মালিকদের নিকট থেকে ভাড়া নেয়া। কিন্তু শিক্ষার্থীদের নিকট থেকে অত্যন্ত স্বল্প সীট ভাড়া নেয়া হয়। বিগত তিন মাসের বাড়ির ভাড়া বাকি। ৭টি আবাসিক হলের শিক্ষার্থীদের হলের বকেয়া সীট ভাড়া পরিশোধের জন্য ইতোপূর্বে নোটিশ করা হয়েছে। সংশ্লিষ্ট হলের দায়িত্ব প্রাপ্ত প্রভোষ্ট/হাউজ টিউটর ও কর্মকর্তাগণ শিক্ষার্থীদের সাথে যোগাযোগও করেছেন এবং কিছু সংখ্যক শিক্ষার্থী partial payment ও করেছেন। কর্তৃপক্ষ গভীরভাবে উপলব্ধি করেন যে করোনাজনিত সংকটের কারণে হলের শিক্ষার্থীগণ সামাজিক ও আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমতাবস্থায় মানবিক দিক বিবেচনায় হলের আবাসিক শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
১। প্রত্যেক আবাসিক শিক্ষার্থীর জন্য এপ্রিল – আগষ্ট ২০২০ইং পর্যন্ত হলের সীট ভাড়া বাবদ ২৫% মওকুফ করা হয়েছে। তবে আবাসিক শিক্ষার্থীকে ২৫% ভাড়া মওকুফ সুবিধা পেতে হলে বর্তমান সময় পর্যন্ত সকল বকেয়া সীট ভাড়া পরিশোধ করতে হবে।
২। কোন আবাসিক শিক্ষার্থী যদি তার সীট বাতিল করতে চান তবে দুই মাস পূর্বে নিজ হলের প্রভোষ্ট/হাউজ টিউটরের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। উক্ত সময়ের মধ্যে তাকে সকল বকেয়া সীট ভাড়া পরিশোধ করতে হবে। উল্লেখ্য, কোন শিক্ষার্থী সীট বাতিল করতে চাইলে তা বাতিল করতে পারবেন। কিন্তু তাকে পরবর্তীতে সীট প্রদানের নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
৩। আবাসিক শিক্ষার্থীদের যে কোন ধরণের সমস্যার সমাধান এবং সার্বক্ষণিক সহযোগিতার জন্য হল প্রভোষ্ট/হাউজ টিউটর, ছাএকল্যাণ উপদেষ্টা এবং হলের কর্মকর্তা কর্মচারী প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, যেহেতু শিক্ষার্থীদের নিকট থেকে অত্যন্ত কম সীট ভাড়ায় হলগুলো পরিচালিত হয়, সেখানে ইউনিভার্সিটিকে প্রতি বছর হলের জন্য অনেক টাকা ভর্তুকি দিতে হয়।
এই হলগুলো সুষ্ঠ ভাবে পরিচালনা বা ধরে রাখার জন্য হলের সিটধারী সকল শিক্ষার্থীদের ইউনিভার্সিটিকে সহযোগিতার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
সবাই সুস্থ থাকুন,
নিরাপদে থাকুন,
স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কর্তৃপক্ষের নির্দেশক্রমে,
অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম
রেজিস্ট্রার