সংগীত তারকা নাজমুন মুনিরা ন্যান্সি। নতুন গান নিয়ে বর্তমান সময়টা পার করছেন তিনি। পাশাপাশি স্টেজ শো করছেন বলেও জানান এই শিল্পী।
রোববার রাতে তার সঙ্গে আলাপকালে জানালেন নতুন তথ্য। বললেন, সামনে দেশের বাইরে যাচ্ছেন তিনি। গাইবেন সেখানে।
ন্যান্সির ভাষ্য, ‘আসন্ন ঈদের পরপরই দেশের বাইরে যাচ্ছি। মূলত আমেরিকায় যাওয়ার কথা রয়েছে আমার। সেখানে একটি শো করে আবারো দেশে ফিরে আসব।
বর্তমান কাজ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘ইতোমধ্যে নতুন কয়েকটি গানের কাজ শেষ করেছি। এগুলো সামনে নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করা হবে। আর স্টেজ শোও চলছে। সামনেই আশা করছি ভালো একটি সফর শেষ করে দেশে ফিরে আরো ভালো কিছু কাজ উপহার দিতে পারব।’
তবে ফোনে একটা বিষয়ে ক্ষোভও ঝাড়লেন ন্যান্সি। বললেন, ভুয়া মানুষদের যন্ত্রণায় বিষিয়ে উঠেছেন তিনি। তার মতে, নিজের কাজ ও ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে একটি ফেসবুক আইডি চালাতেন তিনি। পরে ভুয়া মানুষদের যন্ত্রণায় সেটি বাদ দিতে বাধ্য হন এই শিল্পী।
ন্যান্সি বলেন, একটি মাত্র আইডি চালাতাম আমি। ভুয়া মানুষদের যন্ত্রণায় সেটিও অনেক আগেই বন্ধ করে দিয়েছি। কেবল নিজের নামে একটি ফেসবুক পেজ চালাচ্ছি এখন। আর সেখানেই নিজের সংগীতসহ বিভিন্ন কর্মকাণ্ডের আপডেট দিচ্ছি। কিন্তু তাতেও রেহাই নেই! বর্তমানে আমার নামে ভুয়া ফেসবুক আইডি ও পেজের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ফেসবুকে নাম দিয়ে খুঁজলেই পাওয়া যায় ন্যান্সি নামে অসংখ্য অ্যাকাউন্ট ও পেজ। আর এসব আইডি থেকে নানা ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। আর এই কারণেই আমি আমার আইডি বন্ধ করে দিয়েছি। এখন আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে পেজের মাধ্যমে যোগাযোগ রক্ষা করি।’
‘আমি সবাইকে ফেক আইডি সম্পর্কে সাবধান থাকতে বলবো। বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাব। বাংলাদেশ টাইমস-এর মাধ্যমে আমি আমার ভক্তদের জানাতে চাই, আমার কোনো ফেসবুক আইডি নেই। শুধু পেজই চালাচ্ছি এখন।’