23 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন

কলেজছাত্রীকে উত্যক্ত ও ফেসবুক লাইভে অপপ্রচার, থানায় অভিযোগ

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় এক কলেজছাত্রীকে মোবাইল ফোনে উত্যক্ত এবং ফেসবুক লাইভে তাকে নিয়ে মিথ্যা অপপ্রচারের ঘটনায় বখাটেদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকালে ছয় জনের নাম উল্লেখ করে থানায় এই লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযুক্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের পশ্চিম কলাবাগ সাইলোগেট এলাকার খোকার ছেলে হিমেল (৪২), কোমল (৩২), একই এলাকার সাগর (৩২), আল আমিন (২৩), ইমন (৪৩), ও সাজ্জাদ (২৩)।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বখাটে হিমেল কলেজ ছাত্রী আবিদা অনিকে নানা ভাবে উত্যক্ত করে আসছে।

গত ২৩ জুলাই শনিবার দিবাগত রাত ১টায় অভিযুক্ত হিমেল, আল আমিন ও সাজ্জাদ কলেজ ছাত্রীর বাসার দেওয়ালে তার নামে আজে-বাজে কথা লিখে। তারপর ২৪ জুলাই রাত আনুমানিক রাত ৮টায় অভিযুক্ত হিমেল ফেসবুক লাইভে এসে বলে কলেজ ছাত্রী অনি নাকি হিমেলের কাছ থেকে প্রতিদিন টাকা পয়সা নেয়। হিমেলের সাথে তার অনেক দিনের প্রেমের সম্পর্ক আছে বলে মিথ্যা প্রচার করে এলাকায় তার মান-সম্মান ক্ষুণ্ণ করে।
মোবাইল ফোনে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে বিরক্ত করে এবং অভিযুক্ত কোমল, সাগর ও ইমনের সহযোগিতায় তাকে বাসা বা রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবে বলে বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে।

অভিযুক্ত হিমেল ওই কলেজ ছাত্রীর সাথে আর এই ধরণের কোন কিছু করবে না বলে অঙ্গীকার নামা দিলেও অভিযুক্তরা সবাই তাকে হয়রানী করছে। এছাড়া তার বাবা হারুনুর রশিদ অভিযুক্ত হিমেলকে মারধর করছে বলে মিথ্যা কথা বলছে এবং তার বাবা একজন বিএনপির সন্ত্রাসী বলে মিথ্যা প্রচার করছে।
এছাড়াও অভিযুক্ত হিমেল ও কোমল ওই কলেজ ছাত্রী ও তার পরিবারের নামে মিথ্যা বানোয়াট মামলা দিবে বলে হুমকি প্রদান করছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রী আবিদা অনি। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগের তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মির্জা শহিদুল ইসলাম জানান, অভিযোগটি হাতে পেয়েছি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ দগ্ধ ৪

banglarmukh official

ইঁদুর মারার ওষুধ খেয়ে ২ শিশুর মৃত্যু

banglarmukh official

ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

banglarmukh official

সেই মুনতাহার লাশ মিলল নিজ বাড়ির পুকুরে

banglarmukh official

কৃষক বাবাকে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে পুলিশের এএসপি হন হারুন

banglarmukh official

ঝালকাঠিতে আমুর ছায়ায় কোটিপতি ডজনখানেক

banglarmukh official