23 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
খুলনা ফুটবল বিশ্বকাপ ফুটবল

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

৩২টি দল নিয়ে শুরু হয়েছিল রাশিয়া বিশ্বকাপ। ইতোমধ্যেই বিদায় নিয়ে ফেললো মোট ২৪টি দল। রইল বাকি আর ৮টি। এই ৮টি দল নিয়েই ৬ জুলাই শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা। হবে সেমি ফাইনালে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেল কোয়ার্টারে কে কার মুখোমুখি হচ্ছে।

দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স এবং উরুগুয়ে ও পর্তুগাল। আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারিয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স। অন্যদিকে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দিয়ে কোয়ার্টারে উঠে যায় উরুগুয়ে। কোয়ার্টারে মুখোমুখি হওয়ার কথা ফ্রান্স এবং উরুগুয়ের।

দ্বিতীয় দিন মাঠে নামেন স্পেন-রাশিয়া এবং ক্রোয়েশিয়া-ডেনমার্ক। ওইদিন নাটকীয়ভাবে টাইব্রেকারে স্পেনকে বিদায় করে দেয় স্বাগতিক রাশিয়া এবং একই নাটকীয় টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় ডেনমার্ক। শেষ আটে মুখোমুখি হচ্ছে এই দুই ম্যাচের বিজয়ী দল।

তৃতীয়দিন মুখোমুখি হয় ব্রাজিল-মেক্সিকো এবং বেলজিয়াম-জাপান। মেক্সিকোর বিপক্ষে নেইমার জাদুতে ২-০ গোলের দারুণ জয় পায় ব্রাজিল। অন্য ম্যাচে নাটকীয়ভাবে শেষ মুহূর্তে জাপানের স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে উঠে যায় বেলজিয়াম। শেষ আটে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং বেলজিয়াম।

দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের দুই ম্যাচের প্রথমটিতে মুখোমুখি সুইজারল্যান্ড এবং সুইডেন। এই ম্যাচে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠে যায় সুইজারল্যান্ড। শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং কলম্বিয়া। এই ম্যাচেও নাটকীয়তার পর নাটকীয়তা। রেফারির বদান্যতায় পেনাল্টিতে গোল পেল ইংল্যান্ড। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার খানিক আগ মুহূর্তে হঠাৎ গোল দিয়ে বসে কলম্বিয়া।

শেষ পর্যন্ত খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়েও আরও কেউ গোল করতে পারেনি। ফলে ফল নির্ধারে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই কলম্বিয়ার স্বপ্ন ভেঙে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় ইংল্যান্ড। ফলে কোয়ার্টার ফাইনালে সুইডেনের মুখোমুখি হবে ইংল্যান্ড।

কোয়ার্টার ফাইনালের সূচি
৬ জুলাই, রাত ৮টা, ফ্রান্স-উরুগুয়ে, নিঝনি নভগোরদ স্টেডিয়াম
৬ জুলাই, রাত ১২টা, ব্রাজিল-বেলজিয়াম, কাজান এরেনা
৭ জুলাই, রাত ৮টা, সুইডেন-ইংল্যান্ড, সামারা এরেনা
৭ জুলাই, রাত ১২টা, রাশিয়া-ক্রোয়েশিয়া, ফিশ্ট স্টেডিয়াম।

*সূচি বাংলাদেশ সময় অনুযায়ী।

সম্পর্কিত পোস্ট

ভারতকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

banglarmukh official

স্যামুয়েল ইতোকে ৬ মাস নিষিদ্ধ করেছে ফিফা

banglarmukh official

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারী পুলিশ সদস্যের মৃত্যু

banglarmukh official

ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, অভিযুক্ত গ্রেফতার

banglarmukh official

আলোকবর্তিকা হয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখলেন মেসি

banglarmukh official

খুলনায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, প্রতিবেশীর যাবজ্জীবন

banglarmukh official