নিউজ ডেস্কঃ গাজীপুরে ইটভর্তি ট্রাক এবং অটোর সংঘর্ষে একজন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। নিহত নুরুন্নাহার (৩৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিরাজপুর এলাকার মৃত আলী হোসেনের স্ত্রী। বুধবার সকাল ৮টার দিকে পিরুজালি খলিফা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার এস আই জুয়েল আফসার জানান, সকাল ৮টার দিকে পিরুজালি খলিফা মার্কেটের সামনে ইটভর্তি ট্রাক এবং অটোর সংঘর্ষে একজন মারা যায় এবং আরও ৪ জন আহত হয়।
ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে তবে ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন