বরিশালের গৌরনদীতে ঢাকাগামী দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহতের কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর এলাকার আশোকাঠি বাসষ্টান্ডের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। সতত্যা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যমলী পরিবহন ঢাকা মেট্রো-ব-১৪-৪৮০১র সাথে বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইলিশ পরিবহন (এসি) ঢাকা মেট্রো- ব-১৫-৯৬৩৯র সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইলিশ পরিবহন বাসটি পাশ^বর্তি ডোবায় পড়ে যায়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের নিয়ে উদ্ধার কাজ পরিচালনা করেন। আহত ২৫ জনকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ১৪ জনকে বরিশাল শের -ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানান ওসি।