23 C
Dhaka
ডিসেম্বর ৩, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
চাকুরীর খবর জেলার সংবাদ বরিশাল

চাকুরী জাতীয়করণের দাবীতে বরিশাল নগরীর সড়কে মুফতী-মাওলানারা

দেশের ৩শত ৫০ সরকারী কলেজের মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমগণের চাকুরী জাতীয়করণের দাবীতে সরকারী কলেজের অধীনে মসজিদে নিয়োজিত ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের আহবানে দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচী পালন করেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি।

বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের নির্বাহী সভাপতি হযরত মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন বরিশাল মহানগর ইমাম সমিতি সভাপতি কাজী মাওলানা আঃ মান্নান, সাধারন সম্পাদক মাওলানা সামসুল আলম, কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিভাগীয় সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিন।

এসময় মানববন্ধনে আরো অংশ গ্রহণ করেন বরিশাল সরকারী বিএম কলেজ মসজিদ ইমাম মাওলানা আবদুল মুমিন,সরকারী বরিশাল কলেজ মসজিদ ইমাম মাওলানা মুফতী বায়জীদ মাহমুদ,মাওলানা মুনিরুল ইসলাম সহ বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠী, পটুয়াখালীসহ বিভাগের সরকারী কলেজের মসজিদে চাকুরীরত ইমাম ও মুয়াজ্জিনগন।

মানববন্ধনে বিভাগীয় সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমিন বলেন যোগ্যতা ও দক্ষতা থাকা সত্বেও সরকারী কলেজের মসজিদে নিয়োজিত ইমাম, মুয়াজ্জিনগন সরকারী সুযোগ সুবিদা থেকে সব সময় বঞ্চিত হয়ে আসছে।
ফলে ইমাম ও মুয়াজ্জিনগনের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

তাই এসকল ইমাম ও মুয়াজ্জিন ও খাদেমদের সরকারী স্কেলে বেতন ভাতা প্রদান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোড় দাবী জানান তারা।

সম্পর্কিত পোস্ট

স্বামীকে ঢাকায় পাঠিয়ে গৃহবধূকে ধর্ষণ, আদম বেপারি গ্রেফতার

banglarmukh official

টঙ্গীতে জোড় ইজতেমার আখেরি মোনাজাত কাল

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

গুমের মামলায় সাবেক ২ র‌্যাব কর্মকর্তাকে গ্রেফতার দেখাল ট্রাইব্যুনাল

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে দু’পক্ষের বাকবিতন্ডা, হাতাহাতি

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official