আগামী ৩০ জুলাই থেকে জেএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। আগামী ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে জেএসসির ফরম পূরণ করা যাবে। আর আগামী ৬ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের টাকা জমা দেয়া যাবে। ঢাকা বোর্ড প্রকাশিত জেএসসি পরীক্ষার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুলাই শিক্ষার্থীদের তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকা অনুসারে আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত অনলাইনে জেএসসি পরীক্ষার ফরম পূরণ করা যাবে। আগামী ৬ আগস্ট পর্যন্ত বিলম্ব ফি ছাড়া জেএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেয়া যাবে। এছাড়া ২৫ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেয়া যাবে।