এপ্রিল ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ নারী ও শিশু প্রশাসন

থানায় অভিযোগ দেওয়ায় নলছিটিতে ধর্ষিতার পরিবারের ওপর হামলা

এক প্রতিবন্ধী তরুণীকে (২১) ধর্ষণের ঘটনায় ঝালকাঠির নলছিটি থানায় অভিযোগ দেওয়ায় ধর্ষিতার পরিবারের লোকজনের ওপর হামলা চালিয়েছে আসামিপক্ষ। হামলায় আহত দুজনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা জানায়, ধর্ষণের ঘটনায় শনিবার দুপুরে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের মাধবপাশা গ্রামের মো. নাঈম হাওলাদারকে আসামি করে নলছিটি থানায় ধর্ষিতার নানি বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত নাঈম হাওলাদার ওই গ্রামের নজরুল হাওলাদারের ছেলে।

অভিযোগ দেওয়ার পর শনিবার বিকেলে পুলিশ সরেজমিন তদন্ত গিয়ে ধর্ষিতার পরিবারের লোকজন ও এলাকাবাসীর সাক্ষ্য গ্রহণ করে। এ ঘটনার জের ধরে রোববার সকাল ৯টার দিকে আসামির মা মরিয়ম বেগম, ফুপু পিয়ারা বেগম ও ফুপা মো. ইউসুফ হোসেনের নেতৃত্বে আসামিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে ধর্ষিতার পরিবার ও সাক্ষীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়।

আহতদের মধ্যে রেহেনা বেগম (৪৫) ও শাহানাজ পারভীনকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ দায়ের একদিন পরেও ধর্ষণের ঘটনায় মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। পাশাপাশি ধর্ষিতার পরিবারের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তারা।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আশ্রাফুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মামলার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official