20 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

দায়িত্ব গ্রহণের আগেই পরিকল্পিত নগরায়ন তদারকিতে নবনির্বাচিত মেয়র

দায়িত্ব গ্রহণের আগেই নগর উন্নয়ন পরিকল্পনায় ব্যস্ত সময় পার করছেন বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। প্রতিদিনই তিনি নগরীর বিভিন্ন এলাকা ঘুরে সমস্যা-সম্ভাবনাগুলো চিহ্নিত করছেন। চলমান নগর উন্নয়ন কাজের তদারকি করছে। দায়িত্বগ্রহণের আগেই নগর উন্নয়ন পরিকল্পনায় নবনির্বাচিত মেয়রের এমন কর্মকা-কে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী।

জানা গেছে, গত ১২ জুন বিপুল ভোটে বরিশাল সিটির মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। এরপর গত ৩ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ গ্রহণ করেন তিনি। বরিশালে ফিরে তিনি নির্বাচনকালীন নগর উন্নয়নে দেয়া ইশতেহারের প্রতিটি প্রতিশ্রতি বাস্তবায়নের পুন:প্রতিশ্রুতি দেন।

এদিকে, ‘শপথ গ্রহণ করলেও নবনির্বাচিত মেয়রকে বরিশাল সিটির দায়িত্ব গ্রহণে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে। কেননা মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৮ সালের ২৩ অক্টোবর সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করেছিলেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সে হিসেবে তাঁর পাঁচ বছর পূর্ণ মেয়াদ শেষ হবে ২২ অক্টোবর। বিধি মোতাবেক এরপর দায়িত্ব গ্রহণ করতে হবে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতকে।

তবে দায়িত্ব গ্রহণে এখন অনেক সময় বাকি থাকলেও বসে নেই তিনি। প্রতিদিনই নগর উন্নয়ন এবং নগরবাসীর সেবামূলক কর্মকা-ে অংশ নিচ্ছেন তিনি। বিশেষ করে বরিশাল নগর উন্নয়নে সিটি করপোরেশনের অধিনস্ত স্থাপনা এবং প্রতিষ্ঠানগুলোতে খোঁজ খবর নিতে শুরু করেছেন।

সবশেষ গতকাল শনিবার নগরীর নতুন বাজার, চৌমাথা বাজার, নথুল্লাবাদ বাজার, বটতলা বাজার, সিটি করপোরেশনের দক্ষিণ-পূর্বপাশ এবং নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন নবনির্বাচিত মেয়র।

এসময় তার সাথে ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের প্রধানসহ ওই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং প্রকৌশলী ও দলীয় নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নবনির্বাচিত মেয়র জানান, ‘উন্নয়নের মাধ্যমে একটি পরিকল্পিত বরিশাল নগরী গড়ে তোলা হবে। এজন্য অবকাঠামো এবং ড্রেনেজ ব্যবস্থার দৃশ্যমান পরিবর্তন প্রয়োজন। এ বিষয়ে বিশেষজ্ঞ প্রকৌশলীদের সহায়তা চেয়েছেন তিনি। যে কারণে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী ও অধ্যাপকবৃন্দ তাকে এ বিষয়ে সহায়তার জন্য বরিশালে এসেছেন। তারা নগরীর বর্তমান অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করেছেন।

যত দ্রুত সম্ভব বরিশাল সিটি করপোরেশন এলাকায় উন্নয়নে ভূমিকা রাখতে চান নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। আর তাই দায়িত্ব গ্রহণ করে যাতে বসে থাকতে না হয় সেজন্যে আগে থেকেই পরিকল্পনা করে নিচ্ছেন বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানালেন রিজভী

banglarmukh official

পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু

banglarmukh official

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

বিএনপিতে আ.লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

banglarmukh official